ভারত বিভাজন এবং একটি বামৈস্লামিক বৃত্তান্ত

 

দুটো আগ্রাসী মতবাদ, কারো অমুক ছাড়া উপাস্য নাই, কারো মার্ক্সস ছাড়া মাবুদ নাই৷ ভারতের প্রবহমান ইতিহাসে আঁকে বাঁকে মিলিত হয়েছে বারবার৷ কেউ দুটো দেশ পেয়ে জিতে গেছে,কেউ প্রায় নিঃশেষ হয়ে মাটিতে মিশে গেছে৷ যেখানে যে জিতেছে, সেখানে সে অপরটিকে ধ্বংস করেছে৷ আবার, যেখানে তৃতীয় পক্ষ আছে সেখানে ব্যারিকেড ভেঙেছে 'হম দেখেঙ্গে'র মিলিত স্লোগানে৷ দুই মতবাদ বাম এবং ইসলাম৷ ভারতবিভাজনে তারা ছিল একে অন্যের তৌহিদী কমরেডস....
'ভারত তেরে টুকড়ে হোঙ্গে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ' স্লোগান কি নিছকই উগ্র কিছু ছেলেমেয়ের সৃষ্টি?

'অধিকারী থিসিস' কী? জোসেফ স্ট্যালিনই বা ভারত নিয়ে কী ভাবতো?

'অযৌক্তিক' হলেও মুসলিমদের দাবী কংগ্রেসকে মানতে হবে। কেন এমন বলেছিলেন কমিউনিস্ট পার্টির সম্পাদক এ কে ঘোষ?

জানেন কি, ইসলামিক মৌলবাদীদের সঙ্গে তাল মিলিয়ে 'বন্দে মাতরম' নিষিদ্ধ করার দাবী তুলেছিল কমিউনিস্টরা?

এরকম আরো চমকপ্রদ তথ্যসমন্বিত ইবুকটি ডাউনলোড করুন বিনামূল্যে। ছড়িয়ে দিন গ্রূপে গ্রূপে। নিজে পড়ুন। অন্যকে পড়ান।


মন্তব্যসমূহ