বোরখা ও আম্বেদকর

...পর্দা ব্যবস্থার ফলে মুসলমান মহিলাদের পৃথক রাখার একটি ব্যবস্থা এসেছে। মহিলাদের বাইরের ঘরে, বারান্দায় বা বাগানে আসাটা কাম্য নয়। তাদের থাকার ঘরগুলিও বাড়ির পিছন দিকে। মুসলমান মহিলাদের যুবতী, বৃদ্ধা, সকলে এক-ই কক্ষে আটক থাকেন। তাদের উপস্থিতিতে কোনও পুরুষ ভৃত্য কাজ করতে পারে না। একজন মহিলাকে শুধু তার পুত্র, ভ্রাতা, পিতা, পিতৃব্য ও মাতুলস্থানীয় আত্মীয় এবং স্বামী অথবা বিশ্বাসযোগ্য বলে গণ্য এমন কোনও নিকট আত্মীয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। এমনকি প্রার্থনার জন্য তিনি মসজিদেও যেতে পারে না। এবং বাইরে বেরোতে হলে তাকে অবশ্যই বোরখা পরতে হবে। ভারতে সবচেয়ে বিকট যে দৃশ্যগুলি দেখা যায়, তার একটি হচ্ছে বোরখা পরিহিতা মহিলার রাস্তা দিয়ে যাওয়া।...



...পর্দা মুসলমান মহিলাদের মানসিক ও নৈতিক পুষ্টি থেকে বঞ্চিত করে। স্বাস্থ্যকর সামাজিক জীবন থেকে বঞ্চিত হওয়ায় তাদের মধ্যে নৈতিক অধঃপতনের প্রক্রিয়া শুরু হতে বাধ্য এবং তা শুরু হয়ও। বহিঃজগৎ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে তারা পরিবারে ক্ষুদ্র ক্ষুদ্র কলহে নিজেদের মনকে নিয়োজিত করে। ফলে তারা সঙ্কীর্ণ ও অত্যন্ত সীমিত দৃষ্টিভঙ্গির মানুষ হয়ে ওঠে।...


বইটি ডাউনলোড করুন

মন্তব্যসমূহ

  1. ইংরাজিতে আম্বেদকর রচনাবলীর ১৫ নম্বর ভ্যলুমে কোথাও হিজাব বা বোরখার উল্লেখ পাওয়া গেল না কিন্তু!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Eta English a dekhte gele boi er naam holo Pakistan or The partition of India

      মুছুন
    2. ইংরেজিতে আম্বেদকর রচনাবলীর ৮ নম্বর ভল্যুম দেখুন ।

      মুছুন
  2. আম্বেদকরের নাম দিয়ে "বিকট লেখা ও মন্তব্য"।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আম্বেদকর রচনা সম্ভার বাংলা ১৫ নং খন্ড ।
      ইংরেজি রচনাবলী ভল্যুম ৮ পড়ুন পেয়ে যাবে ।

      না পড়াশোনা করে মন্তব্য করেন কি জন্য ?

      আপনার পছন্দ হলো না বলে সেটা আম্বেদকরের নাম নিয়ে বিকট লেখা ও মন্তব্য হয়ে গেল ! ?
      এই মন্তব্য দ্বারা আপনি নিজেকে কি হিসাবে প্রমাণ করতে চাইছেন ?

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন