জয় জয় দেবী...
বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে ।
তথা সংহৃতিরূপান্তে জগতোঽস্য জগন্ময়ে ।।
ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানেও যখন মরুবর্বরদের আস্ফালন মাথা তুলে দাঁড়ায়;
যখন নেকড়ের দল রাষ্ট্রের প্রশাসনের আস্কারা পেয়ে পেয়ে সিংহ শিকারের দুঃসাহস দেখায়;
যখন ইউনিফরমিটির থেকেও বড় হয়ে দাঁড়ায় ওদের দম্ভ;
তখন, ঠিক তখনই, বিদ্রোহিনীরা গর্জে ওঠেন দৃপ্ত কণ্ঠে। সেই গর্জনে তাসের ঘরের মতো ভেঙেচুরে পড়ে তোষণপন্থার কেল্লা...
ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি ।
তদা তদাবতীর্যাহং করিষ্যাম্যরিসংক্ষয়ম্ ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন