#SaraiKaleKhan Incident
পঞ্চাদা: শুনেছ মাকুদা, উত্তর ভারতে দলিত বস্তি আক্রান্ত!
মাকুদা: হবে না! হবেই তো। এই তো তোদের সাধের গৈরিক রাষ্ট্র, যেখানে দলিতের জীবনের নিরাপত্তা নেই, সংখ্যালঘুর জীবনের নিরাপত্তা নেই, ফ্যাসিস্ট সরকারের হাতে তারা শোষিত...
পঞ্চাদা: বস্তির অসহায় দরিদ্র দলিতদের বাড়িঘর ভাঙচুর করেছে, পাথর মেরেছে, দরজায় লাথি মেরে হুমকি দিয়েছে। জঘন্য সব কাস্টিস্ট গালিগালাজ করেছে...
মাকুদা: আরো হবে, আরো হবে। তাই তো বলি, যে কোনো মূল্যে এদের ঠেকাতে হবে, নইলে দলিত নিপীড়িত মানুষ আর বাঁচবে না রে।
পঞ্চাদা: তলোয়ার আর ছুরি নিয়ে হামলা করেছিল, এবিপির নিউজ। সুমিত বলে একটি দলিত ছেলের পরিবারকে খুন করে ফেলার হুমকিও দিয়েছে দুষ্কৃতীরা। কী করছ?
মাকুদা: শাহের পদত্যাগ করা উচিত। ছি ছি ছি। দলিতদের কোনো নিরাপত্তা নেই... দাঁড়া, আম্বেদকরের একটা ভালো ছবি খুঁজি। ফাটিয়ে পোস্ট দেব আজ সন্ধেবেলা। (টাইপ করতে করতে) কী নিয়ে ঝামেলা যেন? মন্দিরে ঢোকা? ঘোড়ায় চড়া?
পঞ্চাদা: না, আসলে, ওই তোমাদের বাবাদের কমিউনিটির একটি মেয়েকে বাল্মীকি জাতির একটি ছেলে ভালোবেসে বিয়ে করেছে তো। তাই মেয়ের আব্বা পাড়ার অন্যদের নিয়ে বাল্মীকিদের বস্তিতে আক্রমণ চালিয়েছে। মেয়ের আব্বা মাজিদ ভাইজান কুইন্টকে সাক্ষাৎকারে বলেছেন, "How can it not be an issue? You are smart enough to know why. How can someone from the Muslim community give their child to someone in the Valmiki community?"
মাকুদা: ... (হিরণ্ময় নীরবতা)
পঞ্চাদা: একটি সম্প্রদায় সম্পর্কে এইরকম জঘন্য মনোবৃত্তির পরিচয় দিয়েছে, এর তো প্রতিবাদ হওয়াই উচিত, তাই না? কই, আম্বেদকরের ছবি পেলে? চুপ কেন?
মাকুদা: আমার পেট গুড়গুড় করছে, এখন ফেসবুক করতে পারব না। তুই এখন যা তো।
পঞ্চাদা: কিন্তু হাথরাসের ঘটনায় যে দিনে পঞ্চান্নটা পোস্ট দিচ্ছিলে মোদীর ভারতে দলিতদের জীবনের নিরাপত্তা নেই বলে?
মাকুদা: *last seen 1 minute ago*
***
গল্পের সারমর্ম: শেখের কুকুর কমিদের দলিত প্রেম আসলে সোনার পাথরবাটি। ভারতে দলিতদের ওপর নির্যাতনের অন্ততঃ ৭০% ঘটনাতেই জড়িত থাকে মরুদস্যুরা। কমিদের মূল উদ্দেশ্য, বিপুল সংখ্যক নিম্নবর্ণের হিন্দুকে হিন্দু সমাজ থেকে বিচ্ছিন্ন করে, ভাইয়ে ভাইয়ে লড়িয়ে এই দেশকে অবাধে সিদ্দিকি-সিদ্দিকুল্লাদের হাতে বিকিয়ে দেওয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন