#TheKashmirFiles নন স্পয়েলার রিভিউ
কাশ্মীর ফাইলস
রেটিং: ৯.৫/১০
তিক্ত সত্যকে কখনো কখনো মিথ্যে বলেই মনে হয়। আমাদের অবচেতন বারবার বলতে থাকে, ‘না, এমনটা হওয়া অসম্ভব’। কিন্তু সেই মুহূর্তে পর্দায় ফুটে ওঠে অসহায়ের আর্তনাদ। আপনি বারবার নিজেকে প্রবোধ দিতে থাকেন, “আরে, এ তো শুধুই গল্প...সিনেমা...কল্পনা...”
কিন্তু বারবার খোঁচা দিয়ে যায় সেই কয়েকটা স্লোগান। সেই কয়েকটা স্লোগান, যা আপনি জানেন সত্যিই ছিল তা। সেই স্লোগান দিয়েই কাশ্মীরের হিন্দুদের জাস্ট শেষ করে দেওয়া হয়েছিল। না... সম্পূর্ণ শেষ হয়নি। সারভাইভ করেছে তারা। তীব্র অপমান... বর্বরতম অত্যাচারের কাঁটায় ক্ষতবিক্ষত হতে হতে তারা দেখেছে সেকুলার সিস্টেম কিভাবে বর্বরদের শয্যাসঙ্গিনী হয়েছে। একজন কিশোর সারভাইভার, যে তার পরিবারের পুরুষদের মরতে দেখেছে, যে তার পরিবারের মহিলাদের ওই বর্বর কুকুরদের শিকার হতে দেখেছে; সে সেক্যুলার স্টেটের মেশিনারির কাছে শুনেছে “চুপ...তুমি কিছুই দেখোনি...এ সবই গল্পকথা...”। এক বৃদ্ধা তাঁর সম্পূর্ণ পরিবারকে হারিয়েও শুনতে বাধ্য হন “এসব বলতে নেই...জানেন না আমরা সেকুলার...”
এই সেকুলার সিস্টেমকে, তার ইসলামোফিলিক সঙ্গিনীদের বারবার প্রশ্নের মুখে ফেলছে একটি মুভি।
ঠিক এই কারণেই, এই কারণেই সিনেমা তৈরির কথা শুরু হতেই নখদন্তসহকারে ঝাঁপিয়ে পড়লো পুরো ইসলামোফিলিক মেশিনারি। “...চুপ... সত্যি কথা বলতে নেই। যত খুন, যত ধর্ষণ, যত অত্যাচার...সব কিছুই যেহেতু আমাদের ভাইরাই করেছে, তাই ওসব বলতে নেই...”
ঠিক এই জন্যই দেখা উচিত সিনেমাটি। এতদিনের প্রোপাগান্ডা মেশিনারির চালিয়ে আসা ‘ফিকশনাল হারমনি’কে চ্যালেঞ্জ করে এই সিনেমা।
না। মুভিটি মোটেও সুখকর নয়। মেলোড্রামা নেই, ফরেন লোকেশনে দারুন দারুন মিউজিক নেই, কমিক রিলিফ নেই।
তবে আছে অসাধারণ অভিনয়। মৃগয়া মুভির পর এই বয়সে মিঠুনদার এমন অভিনয় বোধহয় কেউই এক্সপেক্ট করেনি। আর অনুপম খের... তিনি বোধহয় নিজেও ‘অভিনয়’ করেননি। অসাধারণ বললেও কম বলা হয়। বাকিরাও ভালো। কিন্তু সত্যি বলতে কী, এই দুজনের থেকে চোখ সরানো যায় না।
ক্যামেরার কাজ সত্যিই দুর্দান্ত। ব্যাকগ্রাউন্ড স্কোর সব তুলনায় সামান্য দুর্বল। তবে নৈঃশব্দের ব্যবহার দুর্দান্ত।
গল্প নিয়ে বলার কিছু নেই। কারণ, এটি নতুন কোনো গল্প নয়। খুবই এক্সপেক্টেড এক ট্রু ইনসিডেন্টের বর্ণনা।
দেখুন। পাশাপাশি প্রেক্ষাগৃহে। ওটিটি নিয়ে বলতে পারছি না, তবে মোস্ট প্রবাবলি জি ফাইভে আসতে পারে। তবে এতদিন অপেক্ষা না করে একবার বড় পর্দায় দেখেই নিন।
#TheKashmirFiles

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন