সিরিজ #SayNoToHalal : সূচনা
কারোর এঁটো খাওয়া আপনার স্বাধীনতা হতেই পারে, কিন্তু না খাওয়াও ইন্ডিভিজুয়ালের স্বাধীনতার মধ্যেই পড়ে। অর্থনৈতিক মনোপলির কথা ছাড়ুন, আগে এই প্রশ্নের জবাব দিন, একজন প্র্যাকটিসিং মুসলিম কি একজন হিন্দু দেবতার প্রতি উৎসর্গীকৃত প্রসাদ সেবন করেন? তাহলে আল্লাহর প্রতি উৎসর্গীকৃত খাদ্য একজন প্র্যাকটিসিং হিন্দু যদি না খেতে চান, তাহলে তার বিরোধিতা করার অধিকার আপনার জন্মায় কিভাবে?
হালাল মিট কোনোভাবেই ধর্মনিরপেক্ষ নয়। নির্দিষ্ট ইসলামিক নিয়ম dhabīḥah মেনেই পশুটিকে মারা হয়। ঠিক যেভাবে একজন মুসলিমের অধিকার আছে নিজস্ব রিচুয়াল মেনে হালাল মিট খাওয়ার, ঠিক সেভাবেই এক হিন্দুর অধিকার আছে ওই খাদ্য বয়কট করার।
It's so simple. 😊
আমি এমন এলাকায় বাস করি সেখানে ঝটকা পাওয়া মুশকিল তবে, সিদ্ধান্ত নিয়েছি নিজেই ঝটকা করা শিখবো, নিজের চাহিদা পূরন করবো ।
উত্তরমুছুন