পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দ্বিমুখী নীরবতা

ছবি
একটা একতরফা গণহত্যায় যারা দু তরফকেই আঙ্গুল উঁচিয়ে বকা দিয়ে সম্প্রীতি রক্ষা করতে যাচ্ছেন, তারা গণহত্যাকারীদের চেয়েও ঘৃণিত। মুর্শিদাবাদের ওয়াকফ পরবর্তী তাণ্ডবে একটাই পক্ষ। কেবল একটাই। যারা মেরেছে, লুঠ করেছে, হিন্দু বাঙালিকে দেশভাগ পরবর্তী উদ্বাস্তু জীবনের ফ্ল্যাশব্যাক দেখিয়েছে। তারা একটাই পক্ষ।  কোন Predator যখন Prey কে গিলে নেয়, তখন আপনি Prey কেন উড়ে যায় নি, বাগানে বসে বসে হাওয়া খাচ্ছিল ইত্যাদি বলে দোষ খুঁজতে যান?  যখন কোন মেয়ে নির্যাতিতা হয় তখন ইনিয়ে বিনিয়ে মেয়েটির দোষ খুঁজতে যান, বলেন দুপক্ষের বিবাদ মিটিয়ে নিন? আশা করি, বলেন না। তাহলে এক্ষেত্রেও বলবেন না।  আপনার মনে প্রশ্ন আসে না? গাজায় হামাসের নৃশংসতা দেখার পরও যারা ইজ্রায়েলকেই একমাত্র কালপ্রিট বলে দেয়, তারা একবস্ত্রে মুর্শিদাবাদের হিন্দু পরিবারগুলোকে পালাতে দেখে কেন এত ব্যগ্র হয় দুটো পক্ষ খুঁজে পাওয়ার জন্য? মুর্শিদাবাদের তান্ডবকে জাস্টিফাই করতে কেন বারবার লুপে ঘুরে ঘুরে গুজরাট দাঙ্গা আসে? আর গুজরাট দাঙ্গা নিয়ে বলার সময় আসে না সন্দেশখালি, আসে না মুর্শিদাবাদ। কেন শরিয়তি ফ্যাসিস্টদের বিরুদ্ধে এককভা...