পূর্ব পাকিস্তানে ১৯৬৪ সালের হিন্দু গনহত্যা

পূর্ব পাকিস্তানে ১৯৬৪ সালের হিন্দু গনহত্যা "হিন্দুদেরকে আগে ধরো- প্রাণে মেরো না, গায়ের চামড়াটা আস্তে আস্তে তুলে নাও, আমি সেটা দিয়ে জুতো বানাবো..........." - খুলনার কসাই আব্দুস সবুর খান দেশভাগের পরেও পূর্ব বঙ্গে সাহসী সংঘবদ্ধ নম:শূদ্র হিন্দু জনগোষ্ঠী খুলনা,ফরিদপুর অঞ্চলে প্রতিপত্তির সাথেই বসবাস করছিলো। যা কোনভাবেই পূর্ব পাকিস্তানের ইসলামী জনতা মেনে নিতে রাজী ছিলো না। কিভাবে এই মার্শাল রেস অফ বেঙ্গল(উইলিয়াম হান্টার এই নামকরণ করেছিলেন) তথাকথিত নিম্নবর্ণের হিন্দুদের সবংশে নিঃশেষ করা যায়,সেই সুযোগ খুঁজছিলো। অবশেষে,১৯৬৪ সালে কাশ্মীরের এক মসজিদে পয়গম্বরের চুল চুরি যাওয়ার গুজবকে কেন্দ্র করে,তাদের অভীষ্ট সিদ্ধি হয়। তৎকালীন পূর্ব-পাকিস্তানে বাঙ্গালী হিন্দুদেরকে জাতিগতভাবে নির্মূল করার জন্য তাদের উপর চালানো এক নিষ্ঠুর অমানবিক গনহত্যা ১৯৬৪ সালের পূর্ব- পাকিস্তান দাঙ্গা নামে পরিচিত। আজ সেই অভিশপ্ত ২৭ শে ডিসেম্বর। এই গনহত্যার একটি বিশেষ লক্ষণীয় দিক হল-ঢাকার এবং পূর্ব-বাংলার অন্যান্য শহরাঞ্চলের যে সব নির্দিষ্ট এলাকাতে হিন্দু জনগোষ্ঠী সংখ্যাবহুল সেখানে হত্যাযজ্ঞ চালানো হয় এবং হিন্দু মা...