আনিস খানের মৃত্যু এবং...
আনিস খানের অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে, অধিকাংশ রাজনৈতিক ইস্যুর মতই কদিন বাদেই হয়ত থিতিয়েও যাবে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আইএসএফ এবং আইমিম... পঞ্চজনাই আনিস খানকে "আমাদের লোক" বলে দাবি করেছেন বিভিন্ন সময়ে। এমনকি বিজেপি পর্যন্ত আনিসের মৃত্যুর প্রতিবাদে পদযাত্রা ডেকেছে (অবশ্য শেষমেশ কর্মীদের ব্যাপক ক্ষোভের মুখে নেতৃত্ব সে পদযাত্রার ইস্যু বদলাতে বাধ্য হয়েছেন)। আনিস খানের রাজনীতি ঠিক কী ছিল সাধারণ মানুষ জানেন না, রাজ্যের মেইনস্ট্রিম মিডিয়া অবশ্যই জানাবেও না। তবে আনিসের মৃত্যুর বিচারের দাবিতে বামপন্থী ও অতিবামপন্থীদের মাত্রাতিরিক্ত সোচ্চার দেখে হয়ত অনেকেই অনুমান করে নিতে পেরেছেন। আনিস খানের রাজনৈতিক দল কী তা জানা না গেলেও তাঁর রাজনৈতিক অবস্থান কী, সেটা তাঁর সোশ্যাল মিডিয়ায় করা একাধিক ঘোষণা থেকেই স্পষ্ট। আনিস মনে করতেন, এ দেশে কুড়ি কোটি মুসলমান আছে, সুতরাং উদার ও মুক্তমনা হিন্দুদের উপর নির্ভর করে অধিকার আদায়ের ভাবনা মুসলমানদের ছাড়তে হবে। স্পষ্টতই, তিনি যে কালেক্টিভের হয়ে অধিকার আদায়ের লড়াই লড়তেন সেটি কেবল ও কেবলমাত্র ধর্মভিত্তিক। আনিস ভারতীয় অঙ্গরাজ্য কাশ্মীরকে ব্র...